Saladi Media

কুরবানীর উদ্দেশ্য

***কুরবানী উদ্দেশ্য***


কুরবানী একটি ইবাদাত, আর ইবাদাত কবুল হওয়ার জন্য শর্ত হল নিছক আল্লাহর সন্তুষ্টি অর্জন,

The purpose of sacrifice কুরবানীর উদ্দেশ্য salafi media

         সমাজে যারা সালাতের ধার ধারে না তাদের মধ্যে কুরবানীর প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতার উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্যগুলো দেখুন, তারা বলে আমরা কখনো কুরবানী বাদ দিই না, কুরবানী নাহলে লোকে বলবে তার কুরবানী হয়নি তার বাড়িতে মাংস দিয়ে আয়। তা কত বড় লজ্জার কথা। তাছাড়া বলে আমার বাড়িতে লোক বেশী গরুর ভাগাও দুএকটি না হলে চলবেনা। তাছাড়া মুস্বল্লি গ্যায়ের মুস্বল্লির মাংস ওজন করার হিড়িক পড়ে, আর জিজ্ঞেস করে তোমার কয় কিলো মাংস হয়েছিল, সে বলে এত কিলো, কত টাকার খরিদ করেছিলে সে বলে এত’টাকাই, সে তখন হিসেব করে বলে এতটাকা কিলো পড়েছে, তোমার খুব একটা ঠকা হয়নি, আরে আমি ঠকা পড়েগেছি বা উমুক ঠগা পড়েগেছে, সে এতটাকায় নিয়ে এত কেজি মাংস হয়েছে।

ঈমানদারদের নিকট আমাদের জিজ্ঞেসা উল্লেখিত উদ্দেশ্যগুলো থাকলে কুরবানী কবুল হবে তো? আর ছানার মাংস দেওয়ার নামে পুরো মাংস টাকেই বাটখারা দিয়ে ওজন করা হচ্ছে, এই ভিত্তিহীন নিয়ম গুলো সমাজে চালু আছে,সুতরাং মাংস ওজন করা থেকে বিরত থাকাই হচ্ছে তাকওয়ার নিকটবর্ত্তী। অতএব বিষয়টা নিয়ে ভাববেন।


আমাদের সালাফী মিডিয়ার সাইটে ভিজিট করুন... ভিজিট করতে এতে ক্লিক করুন ➨ facebook, youtube, instagram <<<(click here)

No comments

Powered by Blogger.