Saladi Media

রাসূল সাঃ নূরের তৈরী কি না?

quran-hadith,salafi media,bangla waz,
quran-hadith,salafi media,bangla waz,

রাসূল সাঃ নূরের তৈরী কি না?

═══════ ❖ ═══════
♦ সুওয়াল
আল্লাহ তায়া’লা ইরশাদ করেন-ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ   অর্থঃ নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। [সূত্র— সূরা মায়িদা আয়াত- ১৫]
সূরা মায়িদার পনের নাম্বার আয়াত কি নবী নূরের হওয়ার দলিল?

✍জাওয়াব
              আমাদের নবী প্রিয় নবী রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নূর। তিনি হিদায়াতের নূর নিয়ে এসেছেন, যা গোটা সৃষ্টিকুলকে আলোকিত করেছে। তবে নূরের তৈরী নন। উক্ত আয়াত সর্বোচ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হওয়া প্রমাণ করে, কিন্তু নূরের তৈরী হওয়া প্রমাণিত করে না।

যেমনঃ- 

➨ আল্লাহ তাআলা নূর কিন্তু নূরের তৈরী নন......

আল্লাহ তাআলা নূর একথা স্পষ্ট ভাষায় পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে। ইরশাদ হচ্ছে-

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ [٢٤:٣٥

আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের নূর তথা জ্যোতি। [সূরা নূর-৩৫]

➨ কুরআন নূর কিন্তু নূরের তৈরী নয়......


وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ [٧:١٥٧

এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। [সূরা আরাফ-১৫৭]

وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا ۚ مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَٰكِن جَعَلْنَاهُ نُورًا نَّهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ [٤٢:٥٢

এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না, কিতাব কি এবং ঈমান কি? কিন্তু আমি একে করেছি নূর, যাদ্দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন।[সূরা আশশোরা-৫২]

হেদায়াত নূর কিন্তু নূরের তৈরী নয়

الر ۚ كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ [١٤:١

আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল করেছি-যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে নূরের [আলোর] দিকে বের করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে। {সূরা ইবরাহীম-১}

➨ চাঁদ নূর কিন্তু নূরের তৈরী নয়......


هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا [١٠:]

তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জল আলোকময়,আর চন্দ্রকে নূর [স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে]। {সূরা ইউনুস-৫}

যেমন আল্লাহ রাব্বুল আলামীন নূর, কিন্তু নূরের তৈরী নয়। কুরআনে কারীম নূর কিন্তু নূরের তৈরী নয়। হেদায়াত নূর কিন্তু নূরের তৈরী নয়। চাঁদ নূর কিন্তু নূরের তৈরী নয়। ঠিক তেমনি রাসূল সাঃ অবশ্যই নূর কিন্তু নূরের তৈরী নন।
সংকলিত।

No comments

Powered by Blogger.